কোস্টারিকার বিপক্ষে মূল একাদশে নেইমার - history bangla24

কোস্টারিকার বিপক্ষে মূল একাদশে নেইমার

Share This
ইনজুরিতে পড়ে দ্বিতীয় ম্যাচে একাদশে থাকা নিয়ে শঙ্কা তৈরি হয়েছিলো নেইমারের। তবে ম্যাচের আগে ঘোষিত মূল একাদশেই রয়েছেন পোস্টার বয়।

নেইমার থাকলেও ইনজুরির কারণে বাদ পড়েছেন দানিলো। তার পবিরর্তে দলে এসেছেন ফগনার। এই এক পরিবর্তন ছাড়া ‘বাঁচা-মরার’ লড়াইয়ে কোস্টারিকার বিপক্ষে সুইজারল্যান্ডের একাদশই খেলছে তিতে বাহিনী।

এক পরিবর্তন নিয়ে ব্রাজিলের মতো দ্বিতীয় ম্যাচে মাঠে নামছে কোস্টারিকাও। সামনে এগিয়ে যেতে জয়ের বিকল্প নেই তাদেরও।

ব্রাজিল একাদশ:
এলিসন, ফগনার, সিলভা, মিরান্ডা, মার্সেলো, পওলিহনো, কাসিমেরো, কৌতিনহো, উইলিয়ান, জেসুস ও নেইমার।

কোস্টারিকা একাদশ:
নাভাস, গাম্বোয়া, অ্যাকোস্তা, গঞ্জালেজ, দুয়ার্তে, ওভিদো, রুইজ, রবগেজ, গুজমেন, ভেনিগাস ও উরিনা।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages