প্রথম ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে ড্র। কোস্টারিকার বিপক্ষে আজকের
ম্যাচটি তাই ভীষণ গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে ব্রাজিলের জন্য, যে ম্যাচে একটি
পরিবর্তন নিয়ে মাঠে নামছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
হট ফেবারিট ব্রাজিল প্রথম ম্যাচেই খেয়েছে ধাক্কা। সুইসদের কাছে ১-১ গোলে
ড্র করেছে। কোস্টারিকা অবশ্য প্রথম ম্যাচে হেরেই শুরু করেছে। সার্বিয়ার
কাছে ১-০ গোলের পরাজয় দেখেছে তারা।
এদিকে, গুরুত্বপূর্ণ ম্যাচকে সামনে রেখে দলে একটি পরিবর্তন এনেছে
ব্রাজিল। ইনজুরির কারণে বাদ পড়েছেন দানিলো। তার জায়গায় একাদশে এসেছেন
ফ্যাগনার।
ব্রাজিল একাদশ : অ্যালিসন (গোলরক্ষক), থিয়াগো সিলভা
(অধিনায়ক), মিরান্ডা, মার্সেলো, ফ্যাগনার, কাসিমিরো, কৌতিনহো, পউলিনহো,
উইলিয়ান, গ্যাব্রিয়েল হেসুস, নেইমার।
একটি পরিবর্তন নিয়ে মাঠে নামছে ব্রাজিল
Share This
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment